ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরকে কী বোঝালেন অমিতাভ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
রণবীরকে কী বোঝালেন অমিতাভ? রণবীর ও অয়নকে কিছু একটা বোঝাচ্ছেন অমিতাভ

অয়ন মুখার্জি’র ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। 

রোববার (৪ ফেব্রুয়ারি) বিগ বি সোশ্যাল মিডিয়ায় একটি স্থিরচিত্র পোস্ট করেন। যেখানে দেখা যায় রণবীর ও অয়নকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি।

তারা দু’জনও মনোযোগ দিয়ে কথা শুনছেন।  

এমন স্থিরচিত্রটি দেখেই স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন জাগে, রণবীর-অয়নকে কী বোঝাচ্ছেন অমিতাভ? 

স্থিরচিত্রের সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে এর উত্তর মিললো। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির লুক টেস্টের সময়কার ছবি এটি। তখন ছবিটি প্রসঙ্গে দু’জনের সঙ্গে আলাপ করছিলেন অমিতাভ। তেমন সময় অপ্রস্তুত অবস্থায় ক্যামেরাবন্দি হন তারা।  

শাহেনশাহ জানান, আগামী মার্চ মাসে ছবিটির শ্যুটিং শুরু হবে। এই তরুণ প্রজন্মের সঙ্গে কাজ করেতে পেরে তিনি আনন্দিত।

করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। খুব শিগগির দুইজন প্রথম এক সঙ্গে আউটডোর শুটিংয়ে অংশ নেবেন।

রণবীর কাপুর ছবিটির জন্য তরবারি, ঘোড়া চালানো ও নাচের পাঠ নিয়েছেন। আগামী ২০১৯ সালের ১৫ আগস্ট ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেএইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।