ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আনুশকার জন্য পেছালেন জন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
আনুশকার জন্য পেছালেন জন! ছবি: সংগৃহীত

আনুশকা শর্মা অভিনীত ‘পরী’ ও জন আব্রাহাম অভিনীত ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ মুক্তি পাওয়ার কথা ছিলো আগামী ২ মার্চ। একইদিনে মুক্তির তারিখ নির্ধারণ হওয়ায় বক্স অফিসে সংঘর্ষ লাগতে যাচ্ছিলো ছবিটি দুটির মধ্যে।

কিন্তু একইদিনে মুক্তির সংঘর্ষ এড়াতে এক মাসে পিছিয়ে গেলো ‘পরমাণু’। অভিষেক শর্মা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল।

জনের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থার একটি সূত্র।

‘পরী’ আনুশকা শর্মার প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘এনএইচ-টেন’ ও ‘ফিল্লউরি’ ছবি দুটি প্রযোজনা করেছেন তিনি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি একটিও। তবে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিগুলো।

প্রসিত রায় পরিচালিত ‘পরী’তে আনুশকা বিপরীতে রয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

বাংলাদেশ সময়ঃ ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
জেএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।