ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতার ছবিতে রাইমার স্বামী বাবু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
কলকাতার ছবিতে রাইমার স্বামী বাবু ফজলুর রহমান বাবু ও রাইমা (ফাইল ছবি)

বাংলাদেশের নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার ছবিতে। নির্মাতা আশীষ রায় পরিচালিত ‘সিতারা’ ছবিতে ভারতীয় অভিনেত্রী রাইমা সেনের স্বামীর চরিত্রে তাকে দেখা যাবে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাবু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছবিটিতে আমি চোরাচালান গ্রুপের সদস্যের চরিত্রে অভিনয় করবো।

যে কিনা সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে যুক্ত থাকবে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন। আশা করছি ভালো একটা কাজ উপহার দিতে পারবো।

ফজলুর রহমান বাবু গত বছরের মাঝামাঝি সময়ে ‘সিতারা’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে ছবিটিতে অভিনয়ের বিষয়ে তিনি চূড়ান্ত হয়েছেন মাসখানেক আগে। একই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের শক্তিমান অভিনেতা জাহিদ হাসান। ছবিটিতে ভিন্ন লুক নিয়ে তিনি হাজির হতে যাচ্ছেন।  
    
ভারতের কুচবিহার সীমান্ত এলাকায় ৪ ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হচ্ছে। শ্যুটিংয়ে অংশ নিতে ‘মনপুরা’ খ্যাত এই অভিনেতা ঢাকা ছাড়বেন ১০ ফেব্রুয়ারি। মাসের শেষের দিকে তিনি ঢাকায় ফিরবেন।

ধ্রুপদী লেখক আবুল বাশারের গল্প থেকে তৈরি হবে ছবিটি। এর আগে ছবিটিতে মোশাররফ করিমের অভিনয়ের কথা শোনা গেলেও তিনি ছবিটিতে কাজ করছেন না।

ফজলুর রহমান বাবু অভিনীত সবশেষ ‘গহীন বালুচর’ মুক্তি পায়। এছাড়া তার অভিনীত ‘পোড়ামন ২’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।