ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধন্যবাদ বাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ধন্যবাদ বাবা অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন

‘পদ্মাবত’ ঝড়ে কাঁপছে পুরো বলিউড। বাঁধা ভেঙ্গে কিভাবে সফলতা ছিনিয়ে আনতে হয় তা শেখালো সঞ্জয়লীলা বানসালির ছবিটি। বিতর্কিত এই ছবিটি এরই মধ্যে জয় করেছে বলিউড সুপারস্টারদের মন।

কিছুদিন আগে ‘পদ্মাবত’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য রণবীর সিংকে ফুলের তোড়া ও হাতে লেখা শুভেচ্ছা বার্তা দিয়ে পুরস্কৃত করেছিলেন অমিতাভ বচ্চন। বেশ উচ্ছ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেছিলেন রণবীর।

এবার দীপিকা পাড়ুকোনকে হাতে লেখা চিঠি ও ফুলের তোড়া দিয়ে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করলেন বিগ বি।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে সেই চিঠি ও ফুলের তোড়ার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে দীপিকা লিখেছেন ‘ধন্যবাদ বাবা। ’

‘আরাকশান’ ও ‘পিকু’ ছবি দুটি অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। এরপর থেকেই বলিউডের শাহেনশাকে বাবা বলে সম্বোধন করেন ‘রামলীলা’খ্যাত এই অভিনেত্রী।

দীপিকার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর আয়ের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ‘পদ্মাবত’। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ১৭৬ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে ২শ’ কোটি পার করবে এটি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।