ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে কোথায় গেলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
মধ্যরাতে কোথায় গেলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য? ছবি: সংগৃহীত

বলিউডের সুখী দম্পতিদের মধ্যে একজন অভিষেক-ঐশ্বরিয়া জুটি। দু’বছরের ছোট অভিষেককে বিয়ে করে বেশ ভালোভাবে সংসারী হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। সুখের সংসার জুড়ে রয়েছে তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।

এ জুটির সুখের যেনো সীমা নেই। সেই সীমায় এবার স্বামীর ৪২তম জন্মদিন ঘটা করে উদযাপন করবেন স্ত্রী ঐশ্বরিয়া।

জানা গেছে- অস্ট্রেলিয়ার সিডনিতে স্বামীর জন্মদিন ধুমধাম করে পালন করবেন বলিউডের এই অভিনেত্রী। এ কারনে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুম্বাই ছাড়েন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য।  

শোনা যাচ্ছে- অভিষেকের বোন শ্বেতার সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নাকি একেবারেই ভালো নয়। তাই স্বামীর জন্মদিনে তাকে এড়িয়ে যাওয়ার জন্যই মুম্বাইতে পার্টি দিতে চান না অ্যাশ।

বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠসূত্র জানান, দুই বছর বিরতির পর আনন্দ এল রাইয়ের একটি ছবির শ্যুটিং শুরু করতে যাচ্ছেন অভিষেক। তার আগে একান্তে আরাধ্য ও ঐশ্বরিয়া সঙ্গে সময় কাটাতে চান তিনি। সে কারণেই এই বিদেশ সফরের পরিকল্পনা!

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।