ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১১ লাখ পার করলো ‘স্বর্ণমানব’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
১১ লাখ পার করলো ‘স্বর্ণমানব’! মোশাররফ করিম ও মেহজাবীন

টিভি পর্দার পাশাপাশি অনলাইন দুনিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কেননা তার অভিনীত নাটকগুলো অনলাইনেও বেশ সাড়া ফেলে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গত ২৬ জানুয়ারি চ্যানেল আইতে প্রচারিত হয় মোশাররফ করিম অভিনীত টেলিছবি ‘স্বর্ণমানব’। পাশাপাশি ইউটিউবে প্রকাশ পায় এটি।

প্রকাশের পরপরই দর্শক ‘স্বর্ণমানব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ে। এক সপ্তাহে ‘স্বার্ণমানব’ দেখা হয়েছে ১১ লাখ বারের বেশি।

স্বর্ণ চোরাচালানের সত্য ঘটনা অবলম্বনে টেলিছবিটি নির্মিত। এটি রচনার পাশাপাশি সার্বিক নির্দেশনায় ছিলেন ড. মইনুল খান। শাহরিয়ার মাহমুদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

গোয়েন্দা কাহিনী নির্ভর টেলিছবিটিতে মোশাররফ করিম ও মেহজাবীন ছাড়াও অভিনয় করেন, অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।