ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন রণবীর-আলিয়া?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
প্রেম করছেন রণবীর-আলিয়া? আলিয়া ভাট ও রণবীর কাপুর

কখনও বরুণ ধাওয়ান, কখনও সিদ্ধার্থ মালহোত্রা আবার কখনও আলি দাদারকরের সঙ্গে জড়িয়েছে আলিয়া ভাটের নাম। কিন্তু আলিয়া সত্যিই কারও সঙ্গে প্রেম করছেন কিনা তা নিয়ে বলিউডে চলছে নানা জল্পনা-কল্পনা।

এরই মধ্যে শুরু হলো নতুন এক গুঞ্জন। বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া শুরু হয়েছে আলিয়ার।

সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে কাজ করছেন রণবীর-আলিয়া। এরমধ্যেই তাদের বন্ধুত্ব এক অন্যমাত্রায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। তারা লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে অনেকটা সময়ও কাটাচ্ছেন। এমনকি একে অপরের বাড়িতেও তাদের যেতে দেখা গিয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে আলিয়ার বাড়িতে গিয়েছিলেন রণবীর। পরে সেখান থেকে সকাল ৭টায় নিজের বাড়ি ফিরে যান ‘রকস্টার’খ্যাত এই তারকা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।