ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহিদের প্রশংসায় পঞ্চমুখ মীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
শহিদের প্রশংসায় পঞ্চমুখ মীরা শহিদ কাপুর ও মীরা রাজপুত

বহুল বিতর্কিত সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। অসাধারণ সেট ডিজাইন ও কেন্দ্রীয় চরিত্রগুলোর অভিনয় দর্শকের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। প্রথম সপ্তাহে ছবিটি ঘরে তুলেছে প্রায় ১৫০ কোটি রুপির বেশি।

‘পদ্মাবত’-এ রাজা মহারাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। তার স্ত্রী রানী পদ্মিনির চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।

গত ৩১ জানুয়ারি ‘লেকমি ফ্যাশন উইক-২০১৮’র র‌্যাম্পে হেঁটেছেন শহিদ-মীরা দম্পতি। তার আগে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। যেখানে স্বামীর অভিনয়ের প্রশংসা করে মীরা বলেন, “আমি মনে করি এই ছবিটির মাধ্যমে রাজপুত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এতে শহিদের প্রচেষ্টা দেখে আমি সত্যি তাকে নিয়ে গর্বিত। দর্শক এরই মধ্যে ছবিটিকে বিচার করেছে। ‘পদ্মাবত’-এ তিনি ক্যারিয়ারের সেরা পারফরমেন্স করেছেন।

২৫ জানুয়ারি তোপের মুখেই ‘পদ্মাবত’ মুক্তি পায়। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ৩০০ কোটি ক্লাবে প্রবেশ করবে এটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
জেএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।