ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছয় সন্তানকে নিয়ে প্যারিসে জোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ছয় সন্তানকে নিয়ে প্যারিসে জোলি জোলি ও তার সন্তানেরা-ছবি:সংগৃহীত

জাতিসংঘের শুভেচ্ছাদুত হওয়ায় বিভিন্ন কাজের জন্য দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলিকে। এইতো কিছুদিন আগে দুই মেয়ে শিলো ও জাহারাকে নিয়ে জর্ডানে গিয়েছিলেন হলিউডের এই অভিনেত্রী। 

এবার ছয় সন্তান ম্যাডক্স (১৫ বছর), প্যাক্স (১২), জাহারা (১১), শিলো (১০) ও যমজ ভাইবোন ভিভিয়েন ও নক্সকে (৮ বছর) নিয়ে প্যারিস গেছেন অ্যাঞ্জেলিনা জোলি।  

বুধবার ৩১ জানুয়ারি ছয় সন্তানকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হন জোলি।

এসময় কালো রঙা পোশাক পরেছিলেন হলিউডের এই অভিনেত্রী।  

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে জোলি ও তার ছয় সন্তানের প্যারিস ঘুরে বেড়ানোর ছবি।  

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করার পর থেকে মালিবুতে নিরিবিলি দিন কাটাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। বর্তমানে ছয় সন্তানকে নিয়ে সেখানেই থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৬৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।