ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্ধুর জন্মদিনে ভিন্ন সাজে তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বন্ধুর জন্মদিনে ভিন্ন সাজে তারা কারিনা ও কারিশমা, দুই বোনকেই চকচকে পোশাকে আবেদনময়ী লেগেছে ছবিতে

ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরার জন্মদিন পালন করতে একসঙ্গে সৈকতের শহর গোয়াতে গিয়েছেন কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, সীমা খান ও সাইফ আলী খান। অমৃতার নিজ বাড়িতে বেশ আড্ডাবাজি করে সময় কাটাচ্ছেন তারা। 

অমৃতা অরোরার জন্মদিন পালন করতে গোয়াতে গিয়েছেন কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, সীমা খান ও সাইফ আলী খানকারিশমা কাপুর, মালাইকা অরোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিন্ন সাজের ছবি পোস্ট করেছেন। সেখানে কারিনা ও কারিশমা, দুই বোনকেই চকচকে পোশাকে আবেদনময়ী লেগেছে।

তাছাড়া অমৃতা ও তার স্বামী শাকিলও বেশ প্রাণবন্ত লাগছে। বাধভাঙা উচ্ছ্বাসেরও মুহূর্ত বোঝা যায় ছবিতে।

বাধভাঙা উচ্ছ্বাসেরও মুহূর্ত বোঝা যায় ছবিতে
বুধবার (৩১ জানুয়ারি) ‘ফাইট ক্লাব’খ্যাত অমৃতা ৪০তম জন্মদিন উদযাপন করছেন। ভারতের পর্যটন নগরী গোয়াতে তাদের এই জমকালো পার্টির আয়োজন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।