ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজেদের জনপ্রিয় গানে নেচে মাতালেন শাবনূর-রিয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
নিজেদের জনপ্রিয় গানে নেচে মাতালেন শাবনূর-রিয়াজ মঞ্চে ওঠেন এক সময়ের জনপ্রিয় জুটি শাবনূর-রিয়াজ। ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজ

মাইক্রোফোন হাতে মঞ্চে দাঁড়ালেন প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর বড় ছেলে প্রতীক হাসান। আগেই ঘোষণা দিয়েছেন বাবার গাওয়া বেশকিছু জনপ্রিয় গান গাইবেন তিনি। 

প্রথমেই গান ধরলেন ‘অনেক সাধনার পরে আমি, পেলাম তোমার মন’। তার সঙ্গে গুনগুন করে গাইতে শুরু করেন মঞ্চের সামনে বসা দর্শকরাও।

গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রিয়াজের হাত ধরে মঞ্চে ওঠেন শাবনূর। সঙ্গে ছিলো শাবনূরের ছেলে আইজান।

‘ভালবাসি তোমাকে’ ছবির এই গানটির সঙ্গে পর্দায় দর্শক মাতিয়েছেন রিয়াজ-শাবনূর। আজ আবারও দু’জনই একসঙ্গে নেচে মঞ্চ মাতালেন তারা। তাদের নাচে উপস্থিত সবাই কড়তালিতে পুরো আয়োজনটিকে উপভোগ্য করে তুলেন।  

মঞ্চে ওঠেন এক সময়ের জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈমও।  ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজএরপর ফেরদৌস মঞ্চে আসেন, তিনিও শাবনূরের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ দেন দর্শকদের।

রাজধানীর অদূরে গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে মঙ্গলবার (৩০ জানুয়ারি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। আর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে এমন চমক দেন এক সময়ের জনপ্রিয় এই জুটি।

রিয়াজ-শাবনূরের পর একই মঞ্চে ওঠেন তারকা দম্পতি জুটি নাঈম-শাবনাজ। বহুদিন পর বড় কোনো অনুষ্ঠানে একসঙ্গে এই দম্পতির দেখা মিললো। নিজেদের অভিনীত কয়েকটি গানের সঙ্গে কোমর দোলান তারাও।

বাংলাদশ সময়: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
জেআইএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।