ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন জন ছবি: সংগৃহীত

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তারা। চোখে তাদের মৃত্যুর অজানা ভয়।  কিন্তু বলিউড অভিনেতা জন আব্রাহামের মতো একজন বন্ধু পেয়ে ভুলে গেলেন সকল ভয়। বাঁধভাঙ্গা আনন্দে হারিয়ে গেলেন মুহূর্তেই।

সোমবার (২৯ জানুয়ারি) মুম্বাইয়ের একটি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেছেন ‘দোস্তানা’খ্যাত এই তারকা। যেখানে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, শিশুদের সঙ্গে ছবিও তুলেছেন ৪৫ বছর বয়সী এই অভিনেতা। যার কয়েকটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়।

শিশুদের সঙ্গে দেখা করার পর জন গণমাধ্যমকর্মীদের জানান, ‘বাস্তবতা কি তা এই শিশুদের দেখলে বোঝা যায়। কারণ তাদের সমস্যার কাছে আমাদেরটি অতি ক্ষুদ্র। ’

** ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে জনের কাটানো মুহূর্তের ভিডিও

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।