ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সুই সুতা’ দিয়ে কি করছেন আনুশকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
‘সুই সুতা’ দিয়ে কি করছেন আনুশকা? আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

বিয়ের পর আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির মধ্য দিয়ে আবার কাজে ফিরেছেন আনুশকা শর্মা। এর পাশাপাশি তার পরবর্তী ছবি ‘সুই ধাগা’র জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন আনুশকা। যেখানে দেখা যাচ্ছে- সুই সুতা দিয়ে কাপড়ে নকশা বুনছেন তিনি।

জানা গেছে- শরৎ খাটারিয়া পরিচালিত ‘সুই ধাগা’ ছবির জন্যই সুই সুতা দিয়ে কাপড়ে নকশা বুনতে হয়েছে ‘পিকে’খ্যাত এই তারকাকে।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সবসময় আগ্রহি থাকি আমি। আমার বিশ্বাস ‘সুই ধাগা’ প্রতিটি ভারতীয়দের সঙ্গে মিলে যাবে।

ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির দৃশ্যধারণ। এতে আনুশকার সহশিল্পী বরুণ ধাওয়ান। এবারই প্রথম জুটিবদ্ধ হয়েছেন তারা। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।