ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পঁচাত্তরের গল্পের নাটকে ঊর্মিলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
পঁচাত্তরের গল্পের নাটকে ঊর্মিলা ‘তখন ৭৫’ নাটকের একটি দৃশ্যে ঊর্মিলা শ্রাবন্তী কর

ঢাকা: পঁচাত্তরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তখন ৭৫’। সেসময়কার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে এ নাটক নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। 

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সোমবার (২৯ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, ১৯৭৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির জমজমাট অবস্থা নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তখনকার প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানাপড়েনের চিত্রও তুলে ধরা হয়েছে।

ঊর্মিলা বলেন, নাটকটিতে কাজ করে আমি বেশ উচ্ছ্বসিত। এ গল্পের মধ্যে ভীষণ আবেগ আছে। এই ধরনের চরিত্রে অনেক আগে থেকে কাজ করতে চেয়েছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে ‘তখন ৭৫’ নাটকটি রচনা করেছেন মিরন মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শ্যামল মাওলা, রুনা খান প্রমুখ।  

আগামী মার্চে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।