ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়েতে ক্যাটরিনাকে নিমন্ত্রণ করবেন না দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিয়েতে ক্যাটরিনাকে নিমন্ত্রণ করবেন না দীপিকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ

সম্প্রতি বোন আনিশা পাড়ুকোনকে নিয়ে অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো-তে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। যেখানে একে অপরের অনেক গোপন কথা জানিয়ে দিয়েছেন দুই বোন।

অনুষ্ঠানের এক পর্যায়ে দীপিকার কাছে তার পছন্দের অভিনেতার নাম জানতে চাওয়া হয়। জবাবে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকার বোন আনিশা বলেন, দীপিকার প্রিয় অভিনেতা রণবীর কাপুর।

তবে বোনের এই উত্তরের সঙ্গে ইরফান খানের নামও যোগ করে দেন দীপিকা।

অনুষ্ঠানে দীপিকার কাছে নেহা জানতে চান, তিনি এনগেজ কিনা। এর জবাবে সরাসরি না বলে দেন দীপিকা। দুই হাত তুলে দেখান, যে আঙুলে কোনও আংটি নেই। কিন্তু নেহা একটি আংটি দেখতে পেয়ে যান। এরপর আনিশা বলেন, গত চার বছর ধরেই এনগেজ দীপিকা। সঙ্গে সঙ্গে হেসে ফেলেন দুই বোন।

অনুষ্ঠানে ‘ইট অর স্ট্রিপ ইট’ বিভাগে নেহা দীপিকাকে প্রশ্ন করেন, নিজের বিয়েতে ক্যাটরিনা কাইফকে নিমন্ত্রণ করবেন কিনা। দীপিকা এক কথায় বলে দেন, ‘না। ’

** নেহা ধুপিয়ার টক শো-এর ভিডিও

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।