ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছেলের সাবেক প্রেমিকাকে নিয়ে গর্বিত ঋষি-নীতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ছেলের সাবেক প্রেমিকাকে নিয়ে গর্বিত ঋষি-নীতু ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতি, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

সব বাধা-বিপত্তি পেরিয়ে গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুর। মুক্তির দুই দিনে প্রায় ৫৬ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।

‘পদ্মাবত’ মুক্তির আগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই।

সেই তালিকায় ছিলেন দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরও।

‘পদ্মাবত’ দেখার পর ছেলের সাবেক প্রেমিকার প্রশংসা করেছেন ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতি। শুধু তাই নয়, ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকাকে একটি ফুলের তোড়া ও একটি চিঠি পাঠিয়েছেন তারা। যেখানে লেখা রয়েছে, ‘অসাধারণ কাজ। তোমাকে নিয়ে আমরা গর্বিত। ঋষি কাপুর ও নীতু কাপুর। ’

ছবি: সংগৃহীতফুলের তোড়া ও চিঠির একটি ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রদর্শনীতে আপনাদের দু’জনকে (ঋষি ও নীতু) দেখে খুব ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। ”

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।