ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুমন সাহার কথায় বইমেলা নিয়ে গাইলেন দেবলীনা-রণজয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সুমন সাহার কথায় বইমেলা নিয়ে গাইলেন দেবলীনা-রণজয় গীতিকার ও দুই শিল্পী

ঢাকা: একুশে বইমেলা নিয়ে বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ গান প্রকাশ হতে যাচ্ছে। ‘গানওয়ালা’র ব্যানারে নির্মাণ হচ্ছে গানটি। গেয়েছেন সঙ্গীতশিল্পী দেবলীনা সুর ও রণজয় ভট্টাচার্য (ভারত)। 

গান গাওয়ার পাশাপাশি রণজয় ভট্টাচার্য গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন। কথা লিখেছেন সুমন সাহা।

 

গানের কথা-
‘আবার এলো ঐ প্রাণের মেলা/তোমার আমার ভালোবাসার মেলা/নতুন পুরনো সব বই এর মেলা
প্রাণের মেলা, একুশে বই মেলা
গল্প-কবিতা আর উপন্যাসে/আমার তোমার জানা স্বপ্ন ভাসে/নতুন পাতার চেনা গন্ধ আসে
প্রাণের মেলা, একুশে বই মেলা
এক পৃথিবীর পুরো গল্প সাজাই/রঙিন মলাট খুলে বইয়ের পাতায়/আমার কথা যেন ছাপায় তোলা
প্রাণের মেলা, একুশে বই মেলা
ছোট -বড় অনেক না বলা কথা/বই পড়ে যায় মনের দ্বার খোলা/লেখক পাঠকের মিলন মেলা
প্রাণের মেলা, একুশে বই মেলা’

কলকাতার ছেলে রণজয় কাজ করেন মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে। দেবলীনা সুরের আগামী রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের কাজ করছেন তিনি। সেই কাজ নিয়ে নিয়মিত কথা হয় দেবলীনা সুর ও সুমন সাহার সঙ্গে।  

কথা প্রসঙ্গে বইমেলা নিয়ে এমন এটি গানের ব্যাপারে দুই শিল্পীর আগ্রহ দেখে বইমেলা নিয়ে গানটি লেখেন সুমন সাহা। ইতোমধ্যে শেষ হয়েছে গানে কণ্ঠ দেওয়ার কাজ। চলছে সংগীত আয়োজনের বাকি কাজগুলো। আগামী সপ্তাহে সব কাজ শেষ হলে ‘গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।  

গানওয়ালার পক্ষ থেকে জানানো হয়, গানের কথা-সুর-সঙ্গীত-গাওয়া সব মিলিয়ে গানটি মানুষের মনে বইমেলা নিয়ে একটি আবেগের জায়গা তৈরি করবে। তাই গানটি সব গণমাধ্যম ও সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশে বইমেলা নিয়ে যেহেতু এটাই প্রথম পূর্ণাঙ্গ গান, তাই গানটি হয়ে উঠুক একুশে বইমেলার থিম সং।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।