ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফের মিউজিক্যাল ফিল্ম ‘ফুঁ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আসিফের মিউজিক্যাল ফিল্ম ‘ফুঁ’ (ভিডিও) আসিফের মিউজিক্যাল ফিল্ম ‘ফুঁ’

ঢাকা: সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ফুঁ’ প্রকাশ পেলো বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)। ভিডিওটিতে নেচে, গেয়ে ও অভিনয় করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

‘শুধু দুঃখকে কষ্ট দেবো/ কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেবো/ ফুঁ’- এমন কথার গানটি লিখেছেন গীতিকবি মারজুক রাসেল। সুরও তার।

দীর্ঘদিন পর মারজুকের কথায় ও সুরে গাইলেন আসিফ। গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ।

গানটির শুরুতেই আসিফের কয়েক মিনিটের অভিনয় দেখতে পাবেন দর্শক। এছাড়া গানের সঙ্গে বেশ ক্রেজি লুকে হাজির হয়েছেন ‘ও প্রিয়া’ খ্যাত এই গায়ক।

ভিডিও নির্মাণ করেছেন পরিচালক সৈকত নাসির। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী সিনি স্নিগ্ধা।

এদিকে ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘ফুঁ’ গানটি প্রকাশ পেয়েছে। এরআগে সর্বশেষ আসিফ ভক্তদের বছরের প্রথম দিন ‘হৃদয়ের জমানো যতো কথা’ গানের মিউজিক ভিডিও উপহার দেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।