ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাব্বিরের ‘পিছুটান’ গাইলেন রাজশ্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
সাব্বিরের ‘পিছুটান’ গাইলেন রাজশ্রী বাঁয়ে সাব্বির, মাঝে শপথ ও সুবহা এবং সবশেষে রাজশ্রী

‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সাব্বির জামানের সুর ও সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রাজশ্রী আচার্য। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ‘পিছুটান’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। 

এই গানের মাধ্যমে ১২ বছর পর গানে ফিরলেন রাজশ্রী। মাহিন আওলাদের নির্দেশনায় মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন শপথ ও সুবহা।

শপথ এর আগে বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন, আর সুবহা বর্ষা সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী। তাদের সঙ্গে রয়েছেন স্বাধীন। গানটির কথা লিখেছেন জীবক বড়ুয়া।

মাহিন আওলাদ বুধবার (২৪ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, গানটির মধ্যে লুকিয়ে থাকা আবেগ-অনুভূতিকে প্রধান্য দিয়ে ভিডিওটি নির্মাণ করেছি। এতে দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণীর প্রেমের গল্প দেখানো হয়েছে। আশা করি নান্দনিক উপস্থাপনা দর্শকের ভালো লাগবে। ‘পিছুটান’ গানের ভিডিও
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জেআইএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।