ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়করাজের জন্য সুমন কল্যাণের গান (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
নায়করাজের জন্য সুমন কল্যাণের গান (ভিডিও) প্রয়াত নায়করাজ রাজ্জাকের সম্মানে গাইলেন সুমন কল্যাণ

সুচিত্রা সেন, মান্না দে, হুমায়ূন আহমেদ, রমা চৌধুরী, আজম খান ও নির্মলেন্দু গুণকে নিয়ে গান বেঁধেছেন সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণ। 

এবার এই শিল্পী গান করলেন প্রয়াত নায়করাজ রাজ্জাককে নিয়ে। তার জন্মদিন উপলক্ষে ‘নায়করাজ’ শিরোনামে গানটি সোমবার (২২ জানুয়ারি) প্রকাশ পেয়েছে অনলাইনে।

‘ছাতার কারিগর’ খ্যাত সুমন কল্যাণ বাংলানিউজকে বলেন, গুণী মানুষদের অনুসরণ করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। গানের কথায় তাদের তুলে ধরার প্রচেষ্টা করেছি। এবার চলচ্চিত্রের প্রবাদপুরুষ নাকরাজ রাজ্জাককে নিয়ে গান করলাম। তার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই গান।

২৩ জানুয়ারি নায়করাজের ৭৬তম জন্মদিন। এই উপলক্ষে গানটি প্রকাশ পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

‘তুমি সূর্য, তুমি আলো। আঁধারের পথে আগুন জ্বালো। কালের যাত্রী তুমি, তোমার নাই তো শেষ। তুমি নায়করাজ কোটি প্রাণের রেশ’- এমন কথার গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী। সুর ও সংগীতায়োজন করে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
জেআইএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।