ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবত’ বন্ধের দাবিতে ফের ধর্মঘটের ডাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
‘পদ্মাবত’ বন্ধের দাবিতে ফের ধর্মঘটের ডাক ‘পদ্মাবত’ ছবির দৃশ্য

বিপত্তি যেনো ‘পদ্মাবত’র পিছু ছাড়ছেই না। অনেক কাঠখড় পোড়ানো পর যখন ছবিটি মুক্তির দ্বারপ্রান্তে। ঠিক তখন আবারও আন্দোলনের মুখে পড়লো সঞ্জয়লীলা বানসালির ছবিটি।

এবার পুরো ভারতজুড়ে ছবিটি বন্ধের দাবি তুলেছে শ্রী রাজপুত কর্ণি সেনা। এজন্য তারা ধর্মঘটের ডাকও দিয়েছে।

সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভরতীয় একটি সংবাদ মাধ্যম।

গত ১ ডিসেম্বর ‘পদ্মাবত’ মুক্তি পাবার কথা থাকলেও আন্দোলনের মুখে ছবিটি পিছিয়ে যায়। ‘পদ্মাবতী’ নাম পালটে রাখা হয়েছে ‘পদ্মাবত’। সেন্সরের কাঁচিতে কাটা হয়েছে এর বেশকিছু দৃশ্য। তবুও আন্দোলনকারীরা ক্ষান্ত হচ্ছে না। তাদের দাবি ভারত জুড়ে ‘পদ্মাবত’ নিষেধ করতে হবে।

আর সেই দাবিতে রাজপুত কর্ণি সেনা ২৫ জানুয়ারি ছবিটির মুক্তির দিনে ভারতব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। ছবির মুক্তি ঠেকাতে সিনেমা হলে হামলা চালাতে পারে বলেও জানান তারা। এর আগেও ধর্মঘটের ডাক দিয়েছিলেন কর্ণি সেনারা।

এদিকে ‘পদ্মবত’র জন্য নিজের নতুন ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন অক্ষয় কুমার। ২৫ জানুয়ারির বদলে তার অভিনীত ‘প্যাডম্যান’ মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি।

‘পদ্মবত’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর।

বাংলাদেশ সময়ঃ ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।