ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দঙ্গল’কে হারিয়ে দিলো ‘সিক্রেট সুপারস্টার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
‘দঙ্গল’কে হারিয়ে দিলো ‘সিক্রেট সুপারস্টার’ ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দঙ্গল’ ছবির পোস্টার

গত বছরের ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমির খান ও জায়রা ওয়াসিম অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’। কিন্তু ভারতের বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি। সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির দু’দিনেই এটি আয় করেছে ১১০ কোটি রুপি।

এর মধ্য দিয়ে চীনে মুক্তির প্রথম দিনেই ব্যবসার দিক থেকে ‘দঙ্গল’কে হারিয়ে দিয়েছে ‘সিক্রেট সুপারস্টার’।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “আরও একবার চীনে সাফল্যের মুখ দেখলেন আমির খান।

প্রথম দিনে ৪৩.৩৫ কোটি রুপির ব্যবসা করেছে তার ‘সিক্রেট সুপারস্টার’। যা কিনা চীনে ‘দঙ্গল’র প্রথম দিনের ব্যবসার তুলনায় অনেকটাই বেশি। কেননা ‘দঙ্গল’-এর আয় ছিলো ১৪.৮৫ কোটি রুপি। ”

তার মতে, আমিরের আগের দু’‌টি ছবি ‘‌পিকে’ এবং ‘‌দঙ্গল’ ভালো ব্যবসা করার জন্যই ‘সিক্রেট সুপারস্টার’ এতো ভাল শুরু করেছে। যদিও ছবিতে খুব বেশি সময়ের জন্য দেখা যায়নি আমির খানকে। তবুও তার নামের কারণেই চীনে ভালো শুরু করলো ‘‌সিক্রেট সুপারস্টার’।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।