ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইরফান-বিদ্যার ঝুলিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইরফান-বিদ্যার ঝুলিতে ইরফান খান ও বিদ্যা বালান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বলিউডের অস্কার’তুল্য ৬৩তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের আসরে সেরা অভিনেতা হয়েছেন ইরফান খান ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বিদ্যা বালান। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘ব্ল্যাক লেডি’।

শনিবার (২০ জানুয়ারি) মুম্বাইয়ের ওরলির এনএসসিআই ডোমে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে অংশ নিয়েছেন বলিউডের নামি-দামি সব তারকা। পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে ছিলো তারকাদের জমকালো নাচ-গান ও কৌতুক।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন শাহরুখ খান ও করণ জোহর।

২০১৭ সালের সেরা ছবি হয়েছে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’। এই ছবিতে অভিনয় করেই সেরা অভিনেতার খেতাব পেলেন শক্তিমান এই অভিনেতা। ‘তুমহারি সুলু’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি ঘরে তুলেছেন বিদ্যা বালান।

আসরে ‘বেরেলি কি বরফি’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। একই ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কারটিও গেছে রাজকুমার রাওয়ের কাছে। ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’র জন্য সেরা নবাগত পরিচালক হয়েছেন কঙ্কনা সেন শর্মা। ‘সিক্রেট সুপারস্টার’র জন্য সেরা সহ অভিনেত্রী হয়েছেন মেহের ভিজ।

সমালোচকদের বিচারে সেরা ছবি হয়েছে ‘নিউটন’। ‘ট্র্যাপড’ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন রাজ কুমার রাও। আর ‘সিক্রেট সুপারস্টার’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন জায়রা ওয়াসিম।

ভারতের সবচেয়ে বড় পুরস্কারের আয়োজনে এবার আজীবন সম্মাননা পেয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহেরি।  

‘জাগগা জাসুস’র জন্য সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছেন প্রিতম। একই ছবির ‘দিল উল্লুকা পাঠঠা হ্যায়’ গানের কথা লিখে পুরস্কার পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির ‘রোকে না রুকে ন্যায়না’র জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিত সিং। ‘সিক্রেট সুপারস্টার’ ছবির ‘নাচদি ফিরা’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন মেঘনা মিশ্র।

‘জাগগা জাসুস’ ছবির ‘গালতি সে মিসটেক’ গানের নৃত্য পরিচালনা করে পুরস্কার পেয়েছেন বিজয় গাঙ্গুলি এবং রুয়েল দওসান ভারিন্দানি। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির জন্য সেরা অ্যাকশন পুরস্কার জিতেছেন টম স্ট্রুথারস।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।