ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক অনুষ্ঠানে ১৩ অ্যালবামের মোড়ক উন্মোচন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এক অনুষ্ঠানে ১৩ অ্যালবামের মোড়ক উন্মোচন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী কাজি হাসিবুল আহসানসহ অতিথিরা

মোট ১০৭ গান নিয়ে তৈরি হয়েছে ১৩টি অ্যালবাম। শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটিতে একসঙ্গে এই অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করা হয়। 

কাজি হাসিবুল আহসানের গাওয়া গানের অ্যালবামগুলোর শিরোনাম ‘গায়ক নই-১’ থেকে শুরু করে ধারাবাহিকভাবে ‘গায়ক নই-১৩’ পর্যন্ত রাখা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক খায়াম আহমেদ, বাসু ঘোষ এবং আশরাফ বাবু।

১৩টি অ্যালবাম তৈরি করতে কাজি হাসিবুল আহসানের তিন বছরের সময় লেগেছে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন দেশ-বিদেশের বরেণ্য শিল্পীরা।  

কাজি হাসিবুল আহসান বলেন, একসঙ্গে ১৩টি অ্যালবাম প্রকাশ হওয়া যে কোনো শিল্পীর জন্য অনেক আনন্দের। সম্ভবত একটি রেকর্ডও। আমরা গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি এই গানগুলো দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে সবাই পাশে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।