ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলো ছড়ালেন পূজা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আলো ছড়ালেন পূজা (ভিডিও) পূজা চেরি ও আদৃত

শিশুশিল্পী হয়ে নজর কেড়েছিলেন পূজা চেরি। হুট করেই জাজ মাল্টিমিডিয়ার তরফে জানা গেলো, পুরোদস্তুর নায়িকা হয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। প্রথমে ‘পোড়ামন ২’-তে চুক্তিবদ্ধ হলেও অভিষেক সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘নূর জাহান’।

পূজা চেরি ও আদৃতশুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ইউটিউবে প্রকাশিত হয়েছে যৌথ প্রযোজনার সিনেমাটির ট্রেলার। দুই মিনিট ব্যাপ্তির ট্রেলারে পূজাকে দেখা গেলো রোমান্টিক ও মারকুটে অবতারে।

অভিমুন্য মুখ্যার্জি পরিচালিত ‘নূর জাহান’-এ  পূজার বিপরীতে রয়েছেন আদৃত। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে ছবিটি।

** ‘নূর জাহান’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।