ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান শাহ-শাবনূরের ‘আনন্দ অশ্রু’ নিয়ে সাইমন-মাহি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
সালমান শাহ-শাবনূরের ‘আনন্দ অশ্রু’ নিয়ে সাইমন-মাহি  সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)

সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘আনন্দ অশ্রু’। শিবলী সাদিকের পরিচালনায় ১৯৯৭ সালের ছবিটি মুক্তি পায়। ব্যাপক দর্শকপ্রিয় এই ছবির নামেই নতুন ছবি নির্মাণ হতে যাচ্ছে। এতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

সোমবার (১৫ জানুয়ারি) ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘আনন্দ অশ্রু’ ছবিটি অসম্ভব জনপ্রিয়।

এ নামটি আমার আগে থেকেই অনেক পছন্দের। ‘আনন্দ অশ্রু’ নামটার ভেতর অন্যরকম একটি আবেগ লুকিয়ে আছে। এখন সুযোগ এলো তাই আমার নতুন ছবিতে ব্যবহার করছি।

এটি কি ধরনের ছবি হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে মানিক বলেন, ‘আনন্দ অশ্রু’ নামটিই শুধুমাত্র আমরা নতুন ছবিতে ব্যবহার করছি। এছাড়া গল্প বা অন্যসবকিছুই নতুন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘আনন্দ অশ্রু’র শ্যুটিং শুরু হবে। এতে খলচরিত্রে অভিনয় করবেন আলীরাজ। গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতেও জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন-মাহি। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।