ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রাচ্যনাট’র ‘নৈশভোজ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
প্রাচ্যনাট’র ‘নৈশভোজ’ নৈশভোজ নাটকের দৃশ্য (ফাইল ছবি)

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের প্রযোজনায় ‘নৈশভোজ’। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি দেখা যাবে। 

‘নৈশভোজ’ রচনা করেছেন মনোজ মিত্র ও নির্দেশনা দিয়েছেন মিতুল রহমান।

নাটকটিতে অভিনয় করবেন হাসিব শাহরিয়ার, মুন্নাফ সরকার, রবিউল রবিন, পি.কে. পলাশ নাথ লোচন, মিনহাজ মারজু, কাজী স্বনক, নাহিয়ান ইবরাহিম, সামছুল আরেফিন জিলানী, মো. আসাদুজ্জামান, ইমরান আকন্দ প্রমুখ।

 

নাটকটি মঞ্চায়নের পাশাপাশি একইদিন প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩৩ তম ব্যাচের সনদপত্র বিতরণ করা হবে। আর এই ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে ‘নৈশভোজ’ দর্শক দেখতে পাবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।