ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বিগ বস’ বিজয়ী শিল্পা শিন্ডে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
‘বিগ বস’ বিজয়ী শিল্পা শিন্ডে শিল্পা শিন্ডে

ভারতের কালারস টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শিরোপা জিতলেন শিল্পা শিন্ডে। প্রতিযোগিতার মুকুট উঠেছে তার হাতে।

রোববার (১৪ জানুয়ারি) রাতে এ রিয়েলিটি শোর ১১তম আসরের বিজয়ী ঘোষণা করেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনিই ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালক।

এর আগে গত ১৩ জানুয়ারি প্রচারিত হয় ‘বিগ বস’-এর ফাইনালের প্রথম পর্ব। এ সময় অতিথি ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

ছবি: সংগৃহীতশিল্পা শিন্ডে ছাড়াও ফাইনালে ছিলেন বিকাশ গুপ্ত, পুনীষ শর্মা ও  হিনা খান। বিকাশ ও পুনীষ আগেই বাদ পড়েন। শেষ লড়াইয়ে হিনাকে হটিয়ে শিরোপা হাতে পেয়েছেন শিল্পা শিন্ডে। পুরস্কার হিসেবে নগদ ৪৪ লাখ রুপিও গেছে তার অ্যাকাউন্টে।

‘ভাবিজি ঘর পার হ্যায়!’ সিটকমে অভিনয় করে জনপ্রিয়তা পান শিল্পা শিন্ডে। সেই সূত্র ধরে ‘বিগ বস ১১’ প্রতিযোগিতায় নাম লেখান তিনি।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।