ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঘুড়ি ওড়ালেন রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
ঘুড়ি ওড়ালেন রানী ঘুড়ি উড়াচ্ছেন রানী

সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আঁড়ালে ছিলেন রানী মুখার্জি। সবশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানী’ ছবিতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।

দীর্ঘ বিরতির পর এবার যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’র মধ্য দিয়ে প্রত্যাবর্তন করছেন রানী। তারই প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘মারদানি’খ্যাত এই তারকা।

সম্প্রতি ‘হিচকি’র প্রচারণার জন্য গুজরাতের আহমেদাবাদে গিয়েছিলেন রানী। আর সেখনেই ঘুড়ি উড়াতে দেখা গেলো তাকে। এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

সিদ্ধার্থ পি. মালহোত্রা পরিচালিত ‘হিচকি’তে রানীকে দেখা যাবে নয়না মাথুর চরিত্রে। টোরেট সিনড্রোমে ভুগছেন তিনি। ঘনঘন হেঁচকি দেন নয়না, তবে অনিচ্ছাকৃত। তবুও স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন তার।

** ‘হিচকি’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।