ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিক ছাড়লেন ধূমপান, প্রেমিকা সোশ্যাল মিডিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
প্রেমিক ছাড়লেন ধূমপান, প্রেমিকা সোশ্যাল মিডিয়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

হবু স্ত্রী মেগান মার্কেলের মন রক্ষার্থে কিছুদিন আগে ধূমপান ছাড়েন প্রেমিক প্রিন্স হ্যারি। এটি পুরাতন খবর। নতুন খবর হচ্ছে, এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মার্কেল।

বিষয়টি নিশ্চিত করে কেনসিংটন প্রসাদের এক বিবৃতিতে জানানো হয়, মার্কেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা সারা বছর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে অনুসরণ করেছেন।

কিন্তু সাময়িক সময়ের জন্য সেগুলো বন্ধ রাখছেন হলিউডের এই অভিনেত্রী।

বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাই মাসে হ্যারি ও মার্কলের পরিচয় হয়। এর কয়েক মাস পরেই হ্যারি সংবাদমাধ্যমের কাছে দু’জনের সম্পর্কের কথা ঘোষণা দেন। ব্রিটেনের জনগণের কাছে অনেকটা অপরিচিত হলেও হলিউডে আছে মেগানের বেশ জনপ্রিয়তা।

২০১১ সালে চলচ্চিত্র প্রযোজক ট্রেভর এঙ্গেলসনকে বিয়ে করেছিলেন মেগান। কিন্তু ২০১৩ সালে বিচ্ছেদ হয় তাদের। চলতি বছরের ১৯ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
জেআইএম/বিএসকে

** প্রেমের জন্য ধূমপানকে না বললেন রাজপুত্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।