ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার অনলাইন বিজ্ঞাপনে নায়লা নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এবার অনলাইন বিজ্ঞাপনে নায়লা নাঈম বিজ্ঞাপনে শ্যুটিংয়ের একটি দৃশ্যে নায়লা নাঈম। ছবি: সংগৃহীত

ঢাকা: আজকাল শুধু টেলিভিশনে প্রচারের জন্য নয়, অনলাইনে প্রকাশের জন্যেও নিয়মিত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন তৈরি হচ্ছে। এমনই এক অনলাইন বিজ্ঞাপনের মডেল হলেন দেশের হালের সেনশেসন নায়লা নাঈম।

অনলাইন বিজ্ঞাপনটি নির্মাণ করছেন চিত্রপরিচালক আশিকুর রহমান। রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে হয়েছে এর শুটিং।

 

বুধবার (১০ জানুয়ারি) নায়লা নাঈম বাংলানিউজকে বলেন, বিজ্ঞাপন করতে বেশ ভালো লাগে। অল্প সময়েই কাজ শেষ হয়ে যায়। তাছাড়া দর্শক বারবার তা দেখতে পারেন। এ বিজ্ঞাপনটি অনলাইনের জন্য। সেক্ষেত্রে এর পরিধি আরও বেশি।

‘মুসাফির’ খ্যাত নির্মাতা আশিকুর বলেন, এটি ‘ইয়েস’ নামের একটি অনলাইন অ্যাপসের বিজ্ঞাপন। বিজ্ঞাপনে নায়লা নাঈমের প্রতি দর্শকের একটা আগ্রহ আছে, তাই তাকে নিয়ে কাজ করা। খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রকাশ করবো।

বিজ্ঞাপনটিতে আরও দেখা যাবে অভিনেতা আনন্দ খালেদ ও শিশুশিল্পী সরিফুলকে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
জেআইএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।