ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলো কিনলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বাংলো কিনলেন রণবীর-দীপিকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

বিরাট কোহলি ও আনুশকা শর্মার মতো যে কোনো সময় বেজে উঠতে পারে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের সানাই। বলিউড মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন।

বিয়ের গুঞ্জন শেষ হতে না হতেই শোনা গেলো নতুন আরেকটি খবর। ভারতের পর্যটন নগরী গোয়াতে নাকি একটি বিলাসবহুল বাংলো কিনেছেন রণবীর-দীপিকা।

সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।  

গোয়াতে বাংলো কেনা প্রসঙ্গে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘মাঝে মধ্যে মনে হয় আমি গোয়াতে স্থায়ী হবো। কিন্তু মুম্বাইয়ে একটি বড় জায়গায় বাড়ি নির্মাণ করাটাই ভালো হবে। কারণ বেশির ভাগ সময় আমাকে এখানেই কাটাতে হয়। সম্ভবত আমি কখনই গোয়াতে স্থায়ী হতে পারবো না। ’

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই ছবিতে তাদের পাশাপাশি আরও দেখা যাবে বলিউড অভিনেতা শহিদ কাপুর। আগামী ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।