ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০২০ সালে আসছে ‘কৃষ ফোর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
২০২০ সালে আসছে ‘কৃষ ফোর’ ছবি: সংগৃহীত

বলিউডের সুপারহিরোধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘কৃষ’ অন্যতম। খুব শিগগিরই শুরু হবে এর চতুর্থ কিস্তি ‘কৃষ ফোর’র দৃশ্যায়ন। প্রতিবারের মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। পাশাপাশি এবার খলচরিত্রেও দেখা যাবে ডুগ্গুকে (হৃতিকের ডাক নাম)। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন নির্মাতা।

কিন্তু ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে তখন কিছুই জানানো হয়নি। এবার এলো ছবিটির মুক্তির খবর।

ছেলের ৪৪তম জন্মদিন উপলক্ষে মুক্তির তারিখ ঘোষণা করলেন বাবা রাকেশ রোশন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হৃতিকের বাবা ও পরিচালক রাকেশ রোশন লিখেছেন, ‘কৃষ ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণার জন্য আজকের দিনটি সেরা। ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি। হৃতিকের জন্মদিনে আপনাদের সকলের জন্য এই উপহার। শুভ জন্মদিন হৃতিক।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।