ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তাদের নিয়ে শুরু ‘টোটাল ধামাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
তাদের নিয়ে শুরু ‘টোটাল ধামাল’ ছবি: সংগৃহীত

শুরু হলো ইন্দর কুমার পরিচালিত ও অজয় দেবগণ প্রযোজিত ‘টোটাল ধামাল’ ছবির দৃশ্যধারণ। হাস্যরসাত্মক ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। এতে অভিনয়ের মধ্য দিয়ে ১৭ বছর পর একসঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ছবিটির মহরত। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

‘টোটাল ধামাল’-এ অনিল-মাধুরীর পাশাপাশি আরও দেখা যাবে, অজয় দেবগণ, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি ও রিতেশ দেশমুখকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।