ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এপ্রিলে বিয়ে সোনম-আনন্দর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
এপ্রিলে বিয়ে সোনম-আনন্দর! সোনম কাপুর ও আনন্দ আহুজা

গত ১১ ডিসেম্বর ইতালিতে চুপিসারে বিয়ের কাজটি সেরে ফেলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাত কোহলি। এবার হয়তো একই পথে হাঁটতে যাচ্ছেন আলোচিত জুটি সোনম কাপুর ও আনন্দ আহুজা। শোনা যাচ্ছে- এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তারা।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আনন্দ। ভারতের যোধপুরে হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠান।

যেখানে উপস্থিত থাকবেন মাত্র ৩০০ অতিথি।

চমকপ্রদ তথ্য হলো- এই জুটি বিয়ের ব্যাপারটি গোপন করছেন। বলা হচ্ছে, এটি সোনমের কাজিন মুহিত মারওয়ার বিয়ের আয়োজন। যেটিকে সবাই তাদের বিয়ে বলে ভুল করছেন।

দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে সোনম-আনন্দর। প্রায় সময় বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। সম্প্রতি লন্ডনে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন এই জুটি। তবে প্রেমের বিষয়টি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি কেউ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।