ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেমা ছাড়ি নাই, আসছি আবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
সিনেমা ছাড়ি নাই, আসছি আবার নির্মাতা অনিমেষ আইচ

‘সিনেমা বানিয়ে অনেক নিন্দা আর অপমান তো শুনলাম, সইলাম। অপরিসীম অর্থ সংকট! হোক না আর একটু। সিনেমা ছাড়ি নাই, আসছি আবার।’ কথাগুলো নির্মাতা অনিমেষ আইচের। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে তার নতুন সিনেমার প্রস্তুতি নিয়ে ফেসবুকে পোস্টে এভাবেই জানালেন।

গত বছর অনিমেষের দ্বিতীয় ছবি ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায়।

কিন্তু ছবিটি আশানরুপ ব্যবসায়িক সাফল্য পায়নি। এরআগে অনিমেষের প্রথম ছবি ‘জিরো ডিগ্রি’ আলোচনায় থাকলেও ব্যবসা করে মোটামুটি। তাই অনেকে ভেবেছিলেন অনিমেষকে হয়তো আর সিনেমায় দেখা যাবে না!

কিন্তু অনিমেষ নাছর বান্দা। সিনেমা ছাড়তে নারাজ। তাই নতুন বছরে আবারও নতুন সিনেমা নির্মাণের ইঙ্গিত দিলেন তিনি। তবে নতুন প্রজেক্ট নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি। তিনি যে আবার আটঘাট বেঁধে নামছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে।

অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায় ২০১৭ সালের ৪ আগস্ট। এতে ভাবনার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার পরমব্রত। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘জিরো ডিগ্রি’। অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান। এই ছবিটির জন্য দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।