ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিব-অপুকে ডাকলেন পারিবারিক আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
শাকিব-অপুকে ডাকলেন পারিবারিক আদালত শাকিব খান ও অপু বিশ্বাস

সদ্য বিচ্ছেদ হওয়া শাকিব-অপুকে তলব করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিনএসিসি) পারিবারিক আদালত। অপুকে দেওয়া শাকিবের তালাক নোটিসের পরিপ্রেক্ষিতে তাদের ডাকা হয়েছে।

ডিনএসিসি’র নোটিস অনুযায়ী, ১৫ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় অঞ্চল-৩ এরর মহাখালী কার্যালয়ে তাদের দুইজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলানিউজের পক্ষ থেকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

কোনো কথাও বলতে চাচ্ছি না। আপনার কিছু জানার থাকলে শাকিবের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

নিয়ম অনুযায়ী ডিনএসিসি শাকিব-অপুর ডিভোর্সের ইস্যুটি মীমাংসা করার জন্য আরও দু’বার চিঠি দেবেন। এতেও যদি তারা নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুনরায় সংসার করতে চান তা পারবেন। নয়তো বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান  ও অপু বিশ্বাসের গোপনে বিয়ের করেন। আব্রাম খান জয় তাদের একমাত্র ছেলে সন্তান। গত বছর ২২ ডিসেম্বর অপুকে বিচ্ছেদের চিঠি দেন শাকিব।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।