ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৫ জানুয়ারি রণবীর-দীপিকার বাগদান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
৫ জানুয়ারি রণবীর-দীপিকার বাগদান! রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও এ জুটির রসায়ন নিয়ে হরহামেশাই নানা খবর শোনা যায়।

২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে দারুণ সখ্যতা। সময়ের সঙ্গে বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতাও।

এখানে সেখানে হাতে হাত রেখে ঘুরে-বেড়াতে দেখা যায় তাদের। প্রেমের গুঞ্জন পেরিয়ে এবার এই জুটির বাগদানের খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে।

সম্প্রতি ইংরেজি নববর্ষ পালনের জন্য শ্রীলঙ্কায় গিয়েছেন দীপিকা পাড়ুকোন। যেখানে শুক্রবার (৫ জানুয়ারি) ৩২তম জন্মদিনের কেক কাটবেন বলিউডের এই অভিনেত্রী। আর সেদিনই নাকি প্রেমিক রণবীরের সঙ্গে বাগদানের কাজটিও সেরে ফেলবেন তিনি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।