ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মার্চে আসছেন ‘পাষাণ’ মিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
মার্চে আসছেন ‘পাষাণ’ মিম বিদ্যা সিনহা মিম

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’। নতুন বছরের মার্চে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন পরিচালক নিজেই।

মঙ্গলবার (২ জানুয়ারি) চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে বাংলানিউজকে সৈকত নাসির বলেন, ‘পাষাণ’ সেন্সরে জমা পড়েছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই ছাড়পত্র পেয়ে যাব।

মুক্তি দেব মার্চে। ছাড়পত্র হাতে পাওয়ার পর কোন তারিখে মুক্তি দেবো তা ঠিক করব।

‘দেশা দ্য লিডার’ ও ‘হিরো ৪২০’ মুক্তির পর ‘পাষাণ’ সৈকত নাসিরের তৃতীয় সিনেমা। ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন তিনি নিজেই।  

এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে কলকাতার ওম। আছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।  

২০১৬ সালের সেপ্টেম্বরে ‘পাষাণ’ সিনেমার শ্যুটিং শুরু হয়। এরপর ২০১৭ তে ছবিটি মুক্তি পাবার কথা থাকলেও মুক্তি পাচ্ছে এ বছর।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।