ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩০০ কোটির ঘরে পৌঁছে গেলো ‘টাইগার জিন্দা হ্যায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
৩০০ কোটির ঘরে পৌঁছে গেলো ‘টাইগার জিন্দা হ্যায়’ ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ

গত ২২ ডিসেম্বর ৫,৭০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজের অভিনীত ছবিগুলোর যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

চমকপ্রদ তথ্য হলো- এবার ৩০০ কোটির ঘরে পৌঁছে গেলো এটি। এজন্য সময় লেগেছে মাত্র ছয় দিন।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সারাবিশ্ব মিলিয়ে ছবিটির মোট আয় ৩০২ কোটি সাত লাখ রুপি। এর মধ্যে ভারতে ছবিটি আয় করেছে ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি।  

যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল এটি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।