ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন গান নিয়ে খালিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
নতুন গান নিয়ে খালিদ খালিদ (ছবি: সংগৃহীত)

‘সরলতার প্রতিমা’, ‘কোনো কারণে’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের গায়ক খালিদ কিছুদিন একরকম অন্তরালেই ছিলেন। তবে গান আর কনসার্টে ঠিকই পাওয়া গেছে তাকে। আশার খবর হলো, নতুন গানে ফিরেছেন তিনি।

‘ভালোবাসো আর নাইবা বাসো’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন খালিদ। এর সঙ্গীতায়োজন করেছেন শামীম আশিক।

গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়।

নতুন গান প্রসঙ্গে খালিদ বলেন, “কথা ও সুর পছন্দ না হলে আমি সাধারণত গান করি না। এ কারণে আমার নতুন গানের সংখ্যাও তুলনামুলক কম। ‘ভালোবাসো আর নাইবা বাসো’ গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে । এর সুর ও সঙ্গীতায়োজন একেবারেই আলাদা। অনেকদিন পর ভালোলাগার মতো একটি কাজ করলাম। ”

নতুন বছরে একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ভালোবাসো আর নাইবা বাসো’ বাজারে আসবে বলে জানান গানটির গীতিকার তারেক বিন ফিরোজ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।