ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার থেকে নতুন করে দেখুন পরীকে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
শুক্রবার থেকে নতুন করে দেখুন পরীকে চিত্রনায়িকা পরীমনি, (ছবি: সংগৃহীত)

ঢাকা: কিছুদিন আগে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। এক সপ্তাহ পর আরেকটি নতুন ছবি নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ‘আরও ভালোবাসবো তোমায়’ খ্যাত এই নায়িকা। নতুন ছবির নাম ‘ইনোসেন্ট লাভ’। পরিচালনা করেছেন যুগল পরিচালক অপূর্ব রানা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পরিচালক রানা বাংলানিউজকে বলেন, দর্শক সিনেমা দেখেন বিনোদনের জন্য। ‘ইনোসেন্ট লাভ’ পরিপূর্ণ বিনোদনে ভরপুর।

হলে ঢুকলে দর্শক ছবি না দেখে বের হতে পারবেন না। চিত্রনায়িকা পরীমনি, (ছবি: সংগৃহীত)

শুক্রবার (২২ ডিসেম্বর) ৫৮ হলে রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবিটি মুক্তি পাবে। ঢাকার ঐতিহ্যবাহী সব হল রয়েছে ছবিটির দখলে।

পরীর নায়ক জেফ। চলতি বছর ১৬ আগস্ট বিনা কর্তনে ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। এতে আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, আমির সিরাজী ও কাবিলা। ‘ইনোসেন্ট লাভ’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।