ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৯ বছর পর একসঙ্গে শাহরুখ-কাজল-রানী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
১৯ বছর পর একসঙ্গে শাহরুখ-কাজল-রানী রানী মুখার্জি, শাহরুখ খান ও কাজল

আনন্দ এল রাই পরিচালিত ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নাম ঠিক না হওয়া ছবিটিতে বামণ চরিত্রে দেখা যাবে কিং খানকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

চমকপ্রদ তথ্য হলো- একই ছবিতে নাকি শাহরুখের সঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানী মুখার্জিকে। এর মধ্য দিয়ে ১৯ বছর পর আবার একসঙ্গে অভিনয় করবেন তারা।

সবশেষ ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে দেখা গেছে তাদের।

শুধু কাজল-রানী নয়, ছবির বিশেষ একটি দৃশ্যে দেখা যাবে শ্রীদেবী, কারিশমা কাপুর ও আলিয়া ভাটকে।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।