ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন প্রেমের সুবাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
নতুন প্রেমের সুবাস ক্রিস মার্টিন ও ডাকোটা জনসন (ছবি: সংগৃহীত)

প্রেম করছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন ও মার্কিন গায়ক ক্রিস মার্টিন। গত অক্টোবর থেকে নাকি শুরু হয়েছে এই জুটির মন দেওয়া-নেওয়া। এমনকি গত মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিক কেভ’স-এর কনসার্টেও দু’জনকে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি এমনটাই প্রকাশ করা হয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে।

বিষয়টি নিশ্চিত করে ডাকোটার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘দুই মাস আগে থেকে শুরু হয়েছে তাদের প্রেম। এছাড়া ক্রিস মাঝে মধ্যেই ডাকোটার বাড়ি এসে থাকছেন।

এমনকি তারা তাদের সম্পর্কের কথা বন্ধুদেরও জানিয়েছেন। ’

এর আগে অভিনেত্রী জেনিফার লরেন্স ও অ্যানাবেলে ওয়ালিসের সঙ্গে প্রেম করেছেন ক্রিস মার্টিন। এখানেই শেষ নয়, ২০০৩ সালে অভিনেত্রী গিনেথ প্যালট্রোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মার্টিন। কিন্তু ২০১৬ সালে ১২ বছরের সংসারের ইতি টানেন তারা। অ্যাপেল মার্টিন ও মোসেস মার্টিন নামে প্রাক্তন এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।

অন্যদিকে, সংগীত পরিচালক ম্যাথিউ হিটের সঙ্গে দুই বছর প্রেম করেছিলেন ডাকোটা জনসন।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।