ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুম্বাই নয়, মধুচন্দ্রিমায় গিয়েছেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মুম্বাই নয়, মধুচন্দ্রিমায় গিয়েছেন বিরাট-আনুশকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

মুম্বাই ফিরেছেন নব-দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিজ দেশে ফিরেছেন তারা। সম্প্রতি এমনটাই প্রকাশ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

তবে, মজার ব্যাপার হলো- মুম্বাই নয়, মধুচন্দ্রিমায় গিয়েছেন এই জুটি। তবে কোন দেশে তা এখনও জানা যায়নি।

ধারণা করা হচ্ছে- কোন ইউরোপ কান্ট্রিতে গিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন আনুশকা শর্মা। যেখানে দেখা যাচ্ছে- বরফের মাঝে দাঁড়িয়ে স্বামী বিরাটের সঙ্গে সেলফি তোলার পোজ দিয়েছেন তিনি। এর ক্যাপশনে ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘স্বর্গে। ’

গত ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট-আনুশকা।

আগামী ২১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন শুধু বলিউড ইন্ডাস্ট্রি ও ক্রিকেট তারকারা।

এছাড়া আগামী ২৬ ডিসেম্বর দিল্লিতে আয়োজন করা হবে আরও একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে থাকবেন দুই পরিবারের সকল সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।