ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্ব-আশার ‘উইদাউট সরি লাভ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
অপূর্ব-আশার ‘উইদাউট সরি লাভ’ ‘উইদাউট সরি লাভ’ নাটকের দৃশ্যে অপূর্ব ও আজমেরী আশা

সাধারণত আমরা কারণে অকারনে ‘সরি’ শব্দটি উচ্চারণ করি। আমাদের প্রাত্যাহিক জীবনে সরি শব্দটি সম্ভবত বেশি উচ্চারিত হয়। কিন্তু এই সরি কখনো কখনো বিরক্তির কারণ হয়েও দাঁড়ায়। আবার সরি না বলায় বিপদেও পড়তে হয় অনেককে।

এমনই এক গল্প নিয়ে ‘উইদাউট সরি লাভ’ নামে একটি খণ্ড নাটক নির্মাণ করেছেন শেখ সেলিম। এতে অভিনয় করেছেন অপূর্ব ও আজমেরী আশা।

এটি রচনা করেছেন আকাশ রঞ্জন।

‘উইদাউট সরি লাভ’ প্রসঙ্গে আজমেরী আশা বলেন, “শেখ সেলিম ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি, খুব ভালো কাজ করেন তিনি। এছাড়া অপূর্ব ভাই তো একজন দক্ষ অভিনেতা। তার অভিনয় আমার ভালো লাগে। কাজের ক্ষেত্রে খুব হেল্পফুল একজন মানুষ তিনি। ‘উইদাউথ সরি লাভ’ নাটকের গল্পটি আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ”

অপূর্ব ও আশা ছাড়াও নাটকে আরও দেখা যাবে কাজী উজ্জল, বাশার বাপ্পী, সালিমা আক্তার, অনিক আল মনির, মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।