ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে সপ্তাহে বিরাট-আনুশকার বিয়ে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
আসছে সপ্তাহে বিরাট-আনুশকার বিয়ে! আনুশকা ও বিরাট একসঙ্গে (ফাইল ছবি)

সময়ের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের খবর সবারই জানা। গোপনে অভিসারে গিয়ে বহুবার ফ্রেমবন্দি হয়েছেন এই প্রেমিক যুগল। তাছাড়া প্রকাশ্যেও একসঙ্গে অনেকবার ধরা দিয়েছেন তারা।

তবে নতুন খবর হচ্ছে চলতি সপ্তাতে বিয়ের পিঁড়িতে বসছেন দুজন। কিন্তু ভারতে নয়, বিয়ে হবে ইতালিতে।

এমনই জোর গুঞ্জন এখন বলিউড পাড়ায়। ৯, ১০ এবং ১১ ডিসেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান চলার কথা। বিয়ের পর তারা দেশে ফিরবেন। যদিও অভিনেত্রী আনুশকা বা বিরাট এই বিষয়ে এখনও মুখ খুলেননি।

ধারণা করা হচ্ছে, তারা গোপেনেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। এছাড়া কিছুদিন খবর রটেছিল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে বাগদান সেরে ফেলেছেন তারা। এখন সময় বলে দেবে বিয়ের খবর সত্যি হয়, নাকি তা গুঞ্জন হিসেবেই রয়ে যায়।
  
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।