ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেনমোহর ৭ লাখ না, ১ কোটি ৭ লাখ: অপু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
দেনমোহর ৭ লাখ না, ১ কোটি ৭ লাখ: অপু অপু বিশ্বাস, (বাংলানিউজ ফাইল ছবি)

ঢাকা: শাকিব খান ডিভোর্স লেটার পাঠিয়েছেন এমন খবর ছড়ানোর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অপু বিশ্বাসের। তার বাসার সামনে সাংবাদিকদের দীর্ঘ সময় অপেক্ষা। তাতেও মেলেনি খোঁজ।

তবে একদিন পর মঙ্গলবার (০৫ ডিসেম্বর) অপু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ডিভোর্স প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও কোনো কাগজ হাতে পাইনি।

ডিভোর্সের কাগজ পেলে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের কথা সবাইকে জানাবো।

এদিকে শাকিবের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ডিভোর্সের পর দেনমোহরের সাত লাখ টাকা অপুকে দিয়ে দেবেন শাকিব। সঙ্গে ছেলে আব্রাম খান জয়ের ভরণপোষণের সব দায়িত্ব নেবেন।  

এ প্রসঙ্গে অপু বললেন, দেনমোহরের টাকা ৭ লাখ না, ১ কোটি ৭ লাখ। যদি ডিভোর্স হয়েই যায় তাহলে আমাকে দেনমোহরের পুরো টাকাই শাকিবকে দিতে হবে।

২০০৮ সালের ১৮ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।