ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোয়া উৎসবে জয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
গোয়া উৎসবে জয়া জয়া আহসান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এখন ভারতের গোয়ায়। ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই)  অংশ নিতে গিয়েছেন তিনি। এ আয়োজনে রোববার (২৬ নভেম্বর) দেখানো হবে তার অভিনীত ‘বিসর্জন’।

জয়া ছাড়াও ছবিটির পক্ষ থেকে আছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। গত ২৪ নভেম্বর তারা কলকাতা থেকে রওনা দেন।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অপেরা মুভিজ ফেসবুকে জানিয়েছে, রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় জি বাংলা সিনেমা চ্যানেলে ছবিটি প্রচারিত হবে।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীতএশিয়ার অন্যতম পুরানো উৎসব আইএফএফআই’র এবারের আয়োজন শুরু হয় গত ২০ নভেম্বর। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

এবারের উৎসবে ‘বিসর্জন’সহ দেখানো হচ্ছে মোট ছয়টি বাংলা ছবি। এ তালিকায় আরও আছে অনীক দত্ত পরিচালিত ‘মেঘনাদ বধ রহস্য’, প্রতিম ডি গুপ্ত নির্মিত ‘মাছের ঝোল’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।