ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেরা তৌকিরের ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
সেরা তৌকিরের ‘অজ্ঞাতনামা’ ছবি: সংগৃহীত

সার্ক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য বিভাগে সেরা হলো বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’। এজন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার ঘরে তুলেছেন ছবির নির্মাতা তৌকির আহমেদ। শনিবার (২৫ নভেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেয় উৎসব কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন সার্ক চলচ্চিত্র উৎসব ও সার্ক কালচারাল সেন্টার শ্রীলঙ্কার ঊর্ধ্বতন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা, জুরি বোর্ডের সদস্য, সার্কের সদস্য রাষ্ট্রের কূটনৈতিকরা, সার্কের পরিচালকরা ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

গত ২১ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয় সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান।

যেখানে সার্কভুক্ত আট দেশের ১৬টি ছবি লড়েছে প্রতিযোগিতা বিভাগে। ‘অজ্ঞাতনামা’ ছাড়াও বাংলাদেশ থেকে এখানে প্রদর্শিত হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। এছাড়া উৎসবে মাস্টার বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।